নিজস্ব প্রতিবেদক | ০১ জুলাই ২০১৮ | ১২:২৯ অপরাহ্ণ
একাত্তরের মুক্তিযোদ্ধার আহ্বায়ক লেখক গবেষক আবীর আহাদ আজ এক বিবৃতিতে বীর মুক্তিযোদ্ধাদের সাংবিধানিক স্বীকৃতি প্রদান ও ভুয়ামুক্ত মুক্তিযোদ্ধা তালিকার দাবিতে ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’ সংগঠনের তেসরা জুলাই কর্মসূচিতে অংশগ্রহণের জন্য সেক্টর কমান্ডার্স ফোরামসহ অন্যান্য সব মুক্তিযোদ্ধা সংগঠন ও সর্বস্তরের প্রকৃত মুক্তিযোদ্ধাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
আজ এক বিবৃতিতে আবীর আহাদ বলেন, তেসরা জুলাই মঙ্গলবার সকাল দশটায় ধানমন্ডির বত্রিশ নংস্থ বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের বাইরে স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পণান্তে মাননীয় প্রধানমন্ত্রীর সমীপে একটি দু’দফাভিত্তিক স্মারকালিপি প্রদানের জন্য মুক্তিযোদ্ধাদের পদযাত্রা শুরু হবে । মুক্তিযোদ্ধাদের এই প্রাণের দাবিতে পদযাত্রায় সামিল হওয়ার লক্ষ্যে ঢাকাসহ দেশের দূরদূরান্ত থেকে বিপুলসংখ্যক প্রকৃত মুক্তিযোদ্ধা অংশগ্রহণ করবেন । ‘একাত্তরের মুক্তিযোদ্ধা’র দাবি দু’টি আজ দেশের সব মুক্তিযোদ্ধার দাবিতে পরিণত হয়েছে । এ-দাবি বাস্তবায়িত হলে তার ফল ভোগ করবেন দেশের সব প্রকৃত মুক্তিযোদ্ধা । তাই দাবি দু’টি বাস্তবায়নের এ-প্রয়াসে নৈতিক ও শারীরিক সমর্থন দেয়া প্রত্যক মুক্তিযোদ্ধার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করি ।