
কক্সবাজার প্রতিনিধি | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
সাগরপথে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার পথে বঙ্গোপসাগরের সেন্টমার্টিনের কাছে ট্রলারডুবির ঘটনা ঘটেছে। এ ঘটনায় এখন পর্যন্ত ১২ জনের লাশ উদ্ধার করেছে কোস্টগার্ড ও নৌবাহিনী। জীবিত উদ্ধার করা হয়েছে অর্ধশতাধিক মানুষকে।
মঙ্গলবার সকালে ১২ জনের লাশ ও অর্ধশতাধিক মানুষকে উদ্ধার করা হয়। ট্রলারডুবির ঘটনায় এখনো অনেকে নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে অভিযান চালাচ্ছে কোস্টগার্ড ও নৌবাহিনী। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
ট্রলারডুবিতে নিহতদের মধ্যে বেশিরভাগ রোহিঙ্গা বলে ধারণা করা হচ্ছে।
ট্রলারডুবির বিষয়টির সত্যতা নিশ্চিত করে টেকনাফ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাস জানান, ডুবে যাওয়া ট্রলারের বেশিরভাগই রোহিঙ্গা বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
Posted ৯:৫২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ১১ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar