
নিজস্ব প্রতিবেদক | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১ | প্রিন্ট
২০২০ অর্থবছরে কর দিয়ে রাষ্ট্রীয় কোষাগার সমৃদ্ধ করায় ইনডেন্টিং ক্যাটাগরিতে সেরা করদাতাদের সম্মাননা দেওয়া হয়েছে। ১১ জন ব্যক্তিকে এ সম্মাননা দেওয়া হয়।
সোমবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি অনুষ্ঠানে তাদের হাতে সেরা করদাতার সম্মাননা স্মারক তুলে দেন প্রধান অতিথি পরিকল্পনা মন্ত্রী এম এ মান্নান এমপি।
বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট এসোসিয়েশন আয়োজিত এ অনুষ্ঠানে ১১ জন ব্যক্তির মধ্যে ২০২০ অর্থ বছরের ইনডেন্টিং ক্যাটাগরিতে “জেড-২ কনসার্ন” এর স্বত্ত্বাধিকারী কে এম জাকির হুসাইনকে সেরা করদাতা হিসেবে সম্মাননা দেওয়া হয়।
অনুষ্ঠানে আমদানি ও রপ্তানি প্রধান নিয়ন্ত্রকের দপ্তরেরপ্রধান নিয়ন্ত্রক শেখ রফিকুল ইসলাম পিএএ, এফবিসিসিআইর সহ সভাপতি মো. আমিন হেলালী ও বাংলাদেশ ইনডেন্টিং এজেন্ট এসোসিয়েশনের সভাপতি অ্যাডভোকেট রফিকুল ইসলাম মাসুম উপস্থিত ছিলেন।
Posted ১১:২২ পূর্বাহ্ণ | মঙ্গলবার, ৩০ নভেম্বর ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar