অনলাইন ডেস্ক: | ০১ জুলাই ২০১৭ | ৫:১২ অপরাহ্ণ
যাকে জনপ্রিয় পর্ন ওয়েবসাইটের পর্দায় দেখতে পাওয়া যায়, তাকে হাতের নাগালে পেলে কী করতে পারেন একজন ভক্ত? আর কিছু না হোক, একটা সেলফির আবদার তো করতেই পারেন তিনি!
কিন্তু সেই সেলফি তুলতে গিয়ে যে পর্ন তারকার থাপ্পড় খেতে হবে, তা আন্দাজ করতে পারেননি টেক্সাসের সান অ্যান্টোনিওর এই যুবক।
জানা গেছে, ২০ বছর বয়সী ওই যুবক গত শুক্রবার রাতে এক অনুষ্ঠানে মিয়া খালিফাকে সামনাসামনি দেখার সুযোগ পান। সঙ্গে সঙ্গে টুইট করেন, ‘অবিস্মরণীয় অভিজ্ঞতা।’ এরপরই একের পর এক সেলফি তুলতে শুরু করেন মিয়া খলিফার সঙ্গে।
কিন্তু সমস্যাটা হল, সেলফি তোলার আগে মিয়ার অনুমতি নেননি ওই যুবক। আচমকাই মোবাইলের ফ্রন্ট ক্যামেরা তাক করে মিয়া খালিফার সঙ্গে সেলফি তুলতে শুরু করে দেন। মিয়ার সামনে দাঁড়িয়ে ছবি তুলতে থাকেন। প্রথমে মিয়া মুখে কিছু না বললেও বিরক্ত হন। ছবিতে তার সেই মনোভাব স্পষ্ট বোঝা যাচ্ছে।
কিন্তু ওই যুবক সেলফি তোলা থামাননি। এরপরই ব্যাপক রেগে যান লেবানিজ পর্ন তারকা। কষে এক থাপ্পড় বসিয়ে দেন ওই যুবকের মুখে।
এরপর মিয়ার সঙ্গে নিজের সেলফি ও মুখে আঘাতের ছবি- দু’টিই টুইটারে পোস্ট করেন ওই যুবক। সঙ্গে লেখেন, ‘মিয়ার সঙ্গে সেলফি ও তার মারের স্মৃতি দু’টিই অমর হয়ে থাকবে।’ ওই টুইট নিমেষেই ভাইরাল হয়ে যায়।