
এনএম সুজন, (সোনারগাঁ) নারায়ণগঞ্জ প্রতিনিধি: | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার সরকারি কলেজের ৫০ বছর পূর্তি ও মুজিব কর্ণার উদ্বোধন উপলক্ষে মধুময় স্মৃতির পাতায় সুবর্ণজয়ন্তী স্লোগানে এক বর্ণাঢ্য র্যালর আয়োজন করা হয়।
বৃহস্পতিবার সকাল ৯টায় পায়রা উড়িয়ে সুবর্ণ জয়ন্তী আনন্দ শোভাযাত্রা ও র্যালীর উদ্বোধন করা হয়। সোনারগাঁও সরকারি কলেজের ৫০ বছর পূর্তি উপলক্ষে সুবর্ণ জয়ন্তী আগামী শনিবার কলেজ মাঠ অনুষ্ঠিত হবে।
র্যালীটি সোনারগাঁও ডিগ্রি কলেজ থেকে শুরু করে ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক ঘুরে পিরোজপুর দিয়ে পুনরায় কলেজে এসে শেষ হয়।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, শিক্ষানুরাগী মনির হোসেন প্রাক্তন ছাত্র মাহফুজুর রহমান কালাম, এ এইচ এম মাসুদ দুলাল, মোগরাপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আরিফ মাসুদ বাবু, কাঁচপুর হাইওয়ে থানার অফিসার ইনচার্জ মোজাফ্ফর হোসেন, একাত্তুরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি ও সোনারগাঁ জার্নালিষ্ট ক্লাবের সভাপতি শেখ এনামূল হক বিদ্যুৎ এবং সাধারণ সম্পাদক শওকত ওসমান সরকার রিপন,নারায়ণগঞ্জ জেলা পরিষদ সদস্য মোস্তাফিজুর রহমান মাসুম, সোনারগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ আশরাফুজ্জামান অপু সহ কলেজের সকল শিক্ষক-শিক্ষিকা বর্তমান ও প্রাক্তন ছাত্র ছাত্রীবৃন্দ।
Posted ৪:৫৮ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ২৭ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar