অনলাইন ডেস্ক | ০৪ আগস্ট ২০১৭ | ৯:৩৩ অপরাহ্ণ
আগামী ৭ অাগস্ট, সোমবার চন্দ্রগ্রহণ। প্রাচীন শাস্ত্রীয় মতে, গ্রহণের সময়ে অপবিত্রতা এবং অশুভ শক্তির প্রভাব বেড়ে যায়। বাড়ি, উপাসনালয় সর্বত্রই এর প্রভাব পড়ে। ফলে গ্রহণ শেষ হলে ঘরবাড়ি পরিষ্কারও করেন অনেকে। এগুলো কারও কারও বিশ্বাস। কেউ আবার বিশ্বাস করেন না।
একটি সর্বভারতীয় হিন্দি দৈনিকের প্রতিবেদন অনুযায়ী, সোমবার দুপুর একটা থেকেই অশৌচ বা অপবিত্র সময় শুরু হয়ে যাবে। যতক্ষণ এই অশৌচ চলবে, পূজা-অর্চনাও করা যাবে না।
অনেকে চন্দ্রগ্রহণের সময় মাছ কাটা বন্ধ রাখেন। খাবার খান না। মানেন আরও নানা নিয়ম। আবার বলা হয় গ্রহণের সময় কিছু কাজ করলে কল্যান হয়। এই যেমন বলা হয়েছে, গ্রহণের সময়ে দান করলে বহুগুণ বেশি পুণ্য অর্জন করা যায়। তাই গ্রহণের সময়ে নিজের সাধ্য অনুযায়ী কোনও দরিদ্র অথবা অসহায়কে অর্থ, খাদ্য বা বস্ত্র দান করুন। গরুকে ঘাস এবং পাখিদের শস্য জাতীয় খাবার খাওয়ান।