মাকসুদা আকতার প্রিয়তী | ২৭ মে ২০১৭ | ৭:৪৫ অপরাহ্ণ
কোন নারীকে অসম্মান করে কেও যদি কোন কথা বলে বা মন্তব্য করে , সে আর যাই হোক আমার ফ্রেন্ড লিস্টে থাকতে পারবে না (আমার চোখে পড়লে) ,যদি সেই নারী একজন যৌনকর্মী ও হয়। কেননা, আজ আরেক জনকে বলছে , কাল আমাকেও বলতে পারে।
বাক স্বাধীনতা কারও প্রতি কোন অসম্মান জনক শব্দ ব্যবহার করার জন্য নয়।
পৃথিবীর সব মানুষকে এক সাথে কেও কাউকে খুশী করতে পারে না এবং তেমনি সবার মন যোগানোর জন্য কারও জন্ম হয়নি।
কিন্তু সোশ্যাল মিডিয়াতে শব্দ প্রয়োগ একজন মানুষের ব্যক্তিত্ব , রুচি ও মানসিক চিন্তা- চেতনা প্রকাশ করে ।