অগ্রবাণী ডেস্ক | ২০ মে ২০১৭ | ১১:২৩ অপরাহ্ণ
সৌদি বাদশা সালমান বিন আবদুল আজিজ আল সউদের আমন্ত্রণে আরব ইসলামিক আমেরিকান (এআইএ) সম্মেলনে যোগ দিতে চার দিনের সরকারি সফরে রিয়াদের উদ্দেশে ঢাকা ছেড়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
প্রধানমন্ত্রী ও তার সফরসঙ্গীদের নিয়ে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট শনিবার রাত ৮টা ১০ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর ত্যাগ করে।
শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের, প্রধানমন্ত্রীর উপদেষ্টা এইচ টি ইমাম, চিফ হুইপ আ স ম ফিরোজ, তিন বাহিনীর প্রধান এবং মন্ত্রিপরিষদ সচিব শফিউল আলম প্রধানমন্ত্রীকে বিমানবন্দরে বিদায় জানান।
সৌদি আরব পৌঁছলে তাকে অভ্যর্থনা দিয়ে রিয়াদের মোভেনপিক হোটেলে নিয়ে যাওয়া হবে।
সফরকালে শেখ হাসিনা মক্কায় হারাম শরীফে পবিত্র ওমরা পালন করবেন এবং মদিনায় হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারত করবেন।
আরব ইসলামিক-আমেরিকান (এআইএ) সম্মেলন রোববার সৌদি রাজধানীতে বাদশাহ আবদুল আজিজ ইন্টারন্যাশনাল কনফারেন্স সেন্টারে অনুষ্ঠিত হবে। বিশ্বেব অন্যান্য নেতাদের সঙ্গে প্রধানমন্ত্রীও সম্মেলনে যোগ দেবেন।
প্রধানমন্ত্রী গ্লোবাল সেন্টার ফর কমব্যাটিং এক্সিট্রিমিস্ট থট উদ্বোধন অনুষ্ঠানে যোগ দেবেন। শেখ হাসিনা ২২ মে সৌদি বাদশার আমন্ত্রণে ভোজসভায় যোগ দেবেন।
প্রধানমন্ত্রী হযরত মুহাম্মদ (সা.) এর রওজা মোবারক জিয়ারতের উদ্দেশে বিমানে মদিনার উদ্দেশে রিয়াদ ত্যাগ করবেন। ২২ মে বিকালে তিনি জেদ্দার উদ্দেশে মদিনা ত্যাগ করবেন।
বাদশাহ আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছানোর পর হারাম শরীফে পবিত্র ওমরা পালনের জন্য মক্কায় যাবেন তিনি।
প্রধানমন্ত্রী শেখ হাসিনা চার দিনের এই সফর শেষে ২৪ মে দেশে ফিরবেন বলে আশা করা হচ্ছে।