অগ্রবাণী ডেস্ক | ১৯ মে ২০১৭ | ১২:১৮ অপরাহ্ণ
বিভিন্ন সৃষ্টির মধ্য দিয়ে প্রকৃতি তার খামখেয়ালিপনা দেখায়। এবার এমনই এক খামখেয়ালিপনার নিদর্শন মিলল ভারতের আসাম রাজ্যে। সেখানে মুখুরি দাসের বাড়িতে জন্ম নিয়েছে এক চোখ ও এক কানের অদ্ভুতদর্শন একটি ছাগলছানা। মুখুরি বলছেন, ছানাটি বাড়িতে সৌভাগ্য বয়ে আনবে।
মুখুরি দাস বলেন, ‘আমি বিস্মিত হয়ে পড়েছিলাম। এটি যেন একটি অলৌকিক বিষয়। ছানাটি দেখতে আমাদের বাড়িতে লোকজন আসছে।’
‘আমাদের বাড়িতে ছাগলটির জন্ম সৃষ্টিকর্তার ইচ্ছাতেই হয়েছে। সেটি দেখতে আমাদের বাড়িতে অনেকে আসছে। এটা আমাদের বিখ্যাত করে তুলছে’, বলেন মুখুরি।
এদিকে অন্য ছানাদের মতো ব্যতিক্রমী এই ছানাটিরও যত্ন নিচ্ছেন মুখুরি। এটা তাঁর দায়িত্ব বলে উল্লেখ করেছেন তিনি।
ছানাটি জন্মের পর পশু চিকিৎসকরা জানান, ছানাটি খুব শিগগির মারা যাবে। কিন্তু শেষ পর্যন্ত টিকে থাকতে সক্ষম হয়। দিব্যি ডাকাডাকি আর ছোটাছুটি করছে আর দশটা ছাগলছানার মতো।