
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১ | প্রিন্ট
রাজধানীতে উর্মি আক্তার নামে ষষ্ঠ শ্রেণির এক ছাত্রীর আত্মহত্যা প্ররোচনার অভিযোগে করা মামলায় প্রধান আসামি শামীমের তিনদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।
মঙ্গলবার ঢাকা মহানগর হাকিম আতিকুল ইসলাম এ রিমান্ড মঞ্জুর করেন।
গতকাল সোমবার সকালে আত্মহত্যায় প্ররোচনার অভিযোগে সবুজবাগ থানায় মামলা দায়ের করেছেন ঊর্মির বাবা আবুল হোসেন। মামলায় শামীম ও ফাহিম নামের দুই যুবককে আসামি করা হয়। একইদিন ঢাকা মহানগর হাকিম আবু সাঈদ মামলার এজাহার গ্রহণ করে সবুজবাগ থানার এসআই লিটন মিয়াকে আগামী ১৬ আগস্ট তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।
মামলার সূত্রে জানা যায়, ঊর্মি উত্তর বাসাবোতে তার মামার বাসায় থেকে পড়াশোনা করতো। একই এলাকার ফাহিম তাকে প্রেমের ফাঁদে ফেলে অশ্লীল ভিডিও ধারণ করে। ফাহিম ও শামীম ওই ভিডিও দেখিয়ে তাকে ব্ল্যাকমেইল করে আসছিল। বেশ কয়েকবার তার কাছ থেকে টাকাও নিয়েছে। এরপরও সামাজিক যোগাযোগ মাধ্যমে ওই ভিডিও ছেড়ে দেয় তারা। এ ঘটনায় ঊর্মির মা তাকে বকাবকি করে।
গত রোববার রাতে উর্মি গলায় ফাঁস দেয়। ঊর্মিকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। দুই বোনের মধ্যে ঊর্মি ছিল বড়।
Posted ৫:৪৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৬ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar