
ডেস্ক | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গেল বছরের শেষ দিকে শোবিজের জনপ্রিয় মডেল ও অভিনেত্রী রাফিয়াত মিথিলার সঙ্গে কিছু অন্তরঙ্গ ছবি প্রকাশ হয়ে পড়ার পর আলোচনায় আসেন জনপ্রিয় নির্মাতা ইফতেখার আহমেদ ফাহমি। এরপর অনেক দিনই তাকে মিডিয়ায় দেখা না গেলেও ফের আলোচনায় এলেন ফাহমি। তবে নির্মাতা হিসেবে নয়; সরাসরি পর্দায় হাজির হলেন তিনি।
ওয়াসিম সিতার নির্মিত ‘হারেস’ নামের ওয়েব সিরিজে অভিনয় করেছেন ফাহমি। এ ছবিতে স্ত্রী খুনের দায়ে পাঁচ বছর জেল খেটে বের হওয়া এক ব্যক্তির চরিত্রে দেখা যাবে ফাহমিকে।
এক কারাভোগী ব্যক্তিকে কীভাবে সমাজ মেনে নিচ্ছে তা নিয়েই গল্পের কাহিনী আবর্তিত।
ছবিটি প্রসঙ্গে পরিচালক ওয়াসিম সিতার জানান, ‘হারেস’ ছবিটি পুরোপুরি থ্রিলার ধাঁচের। এখানে একজনের গল্প উঠে এসেছে। ছবিটি ইতিমধ্যে অনেক আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে প্রধান চরিত্র ফাহমি অভিনয় দেখতে উৎসুক অনেকেই।
ইফতেখার আহমেদ ফাহমি ছাড়াও অভিনয় করেছেন অর্ষা, হিন্দোল রায়, নাসির উদ্দিন খান, আনোয়ার, শাহ মীর প্রমুখ। এটি ছয় পর্বের ওয়েব সিরিজ। প্রতি পর্বের ব্যাপ্তি ১৫-২০ মিনিট।
Posted ১২:২০ অপরাহ্ণ | মঙ্গলবার, ২১ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar