
ডেস্ক | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
নিজের উপদেষ্টা হিসেবে স্ত্রী শেরিফা কাদেরকে নিয়োগ দিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদের। উপদেষ্টা করেছেন বোন মিসেস মেরিনা রহমান ও ভাগ্নি ড. মেহজেবুন্নিসা রহমানকেও।
বুধবার দলের গঠনতন্ত্রের ক্ষমতাবলে জাপার ২১ সদস্যের মধ্যে নয় জনকে উপদেষ্টা করেন তিনি।
তারা হলেন- শেরিফা কাদের (ঢাকা), সিরাজুল ইসলাম চৌধুরী (চট্টগ্রাম), ক্বারী হাবিবুল্লাহ বেলালী, মিসেস মেরিনা রহমান, ড. মো. নুরুল আজহার শামীম (ঢাকা), মো. হাসিবুল ইসলাম জয় (রংপুর), মনিরুল ইসলাম মিলন, ড. মেহজেবুন্নিসা রহমান ও আব্দুল্লাহ সিদ্দিকী।
বুধবার (১৫ জানুয়ারি) জাতীয় পার্টির চেয়ারম্যানের প্রেস অ্যান্ড পলিটিক্যাল সেক্রেটারি সুনীল শুভরায় স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাপা চেয়ারম্যান ২১ সদস্যের উপদেষ্টা পরিষদ অনুমোদন করেছেন বলে জানানো হয়।
উপদেষ্টাদের দায়িত্ব পরবর্তীতে বন্টন এবং নামের ক্রমানুসার পূর্ণাঙ্গ কমিটি ঘোষণার সময় নির্ধারণ করা হবে। জাতীয় পার্টির নবম জাতীয় কাউন্সিলের সিদ্ধান্ত এবং গঠনতন্ত্রের ধারা ১২-এর ৩ উপধারা মোতাবেক এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে, যা অবিলম্বে কার্যকর হবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
Posted ৬:৫৩ অপরাহ্ণ | বুধবার, ১৫ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar