
| শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
দেশব্যাপী করোনার সংক্রম বেড়ে যাওয়ায় এবং সরকার কঠোর লকডাউন দেয়ায় স্থগিত করা হয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) বার্ষিক সাধারণ সভা (এজিএম)। করোনা পরিস্থতির উন্নতি ঘটলে সাধারণ সভার নতুন তারিখ ঘোষণা করা হবে।
গত ১৫ জুন বিসিবির ১০ম বোর্ড সভায় চলতি বছরের শেষদিকে বিসিবির নতুন বোর্ড সদস্য নির্বাচন ও ৭ জুলাই বার্ষিক সাধারণ সভার তারিখ নির্ধারণ করা হয়েছিল। তবে করোনা পরিস্থিতির কারণে আপাতত তা স্থগিত করার বিষয়টি নিশ্চিত করেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনুস।
শনিবার তিনি বলেন, এই মুহুর্তে দেশের যে পরিস্থিতি, তা এজিএম আয়োজনের জন্য উপযুক্ত নয়। অধিকাংশ কাউন্সিলরকে ঢাকার বাইরে থেকে আসতে হবে। যা বর্তমান পরিস্থিতিতে কোন ভাবেই সম্ভব নয়। তাই এটি স্থগিত করা হয়েছে।
৭ জুলাইয়ের জন্য সব রকম প্রস্তুতিই সম্পন্ন করা হয়েছিল। দুপুর সাড়ে ১২টায় রেডিসন হোটেলে শুরু হবার কথা ছিল এজিএম। কিন্তু দেশের করোনা পরিস্থিতি ভাল নয়, যা ঢাকার বাইরে থেকে আগত কাউন্সিলরদের জন্য ঝুকিপূর্ণ। তাই আপাতত এটি স্থগিত করা হয়েছে।
পরিস্থিতির উন্নতি হলে এজিএমের নতুন তারিখ ঘোষণা করা হবে বলে জানান এই ক্রীড়া সংগঠক।
তিনি বলেন,পরিস্থিতির উন্নতি হলে আমরা নতুন তারিখ ঘোষণা করব।
Posted ৮:৩৮ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar