
| শনিবার, ০৩ জুলাই ২০২১ | প্রিন্ট
সিটি ব্যাংক লিমিটেড স্পেশাল এসেস্ট ম্যানেজমেন্ট ডিভিশনে লোকবল নিয়োগ দেবে। সম্প্রতি প্রতিষ্ঠানটি ‘অ্যাসিসট্যান্ট ম্যানেজার/ ম্যানেজার’ পদের জন্য নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। কাজের ধরণ পূর্ণকালিন, কর্মস্থল দেশের যেকোনো জেলায়। বেতন আলোচনা সাপেক্ষে নির্ধারণ করা হবে। এছাড়াও কোম্পানির নীতিমালা অনুসারে অন্যান্য সুযোগ প্রদান করা হবে।
চাকরি প্রার্থীকে অবশ্যই যেকোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক পাস হতে হবে। সংশ্লিষ্ট কাজে কমপক্ষে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে। মার্কেট, পাবলিক সেক্টর ও ক্যাপিটাল মার্কেট সম্পর্কে সম্যক ধারণা থাকতে হবে। যোগাযোগ দক্ষতার পাশাপাশি দলবদ্ধ হিসেবে কাজের সক্ষমতা থাকতে হবে। বাংলা ও ইংরেজি ভাষায় হতে হবে সাবলীল। এসব যোগ্যতা থাকলেই আবেদন করা যাবে।
আগ্রহী প্রার্থীরা আগামী ৯ জুলাই পর্যন্ত অনলাইনে বিডি জবসের মাধ্যমে আবেদন করতে পারবেন।
Posted ১২:৫১ অপরাহ্ণ | শনিবার, ০৩ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar