নিজস্ব প্রতিবেদক: | ০৫ জুলাই ২০১৭ | ৮:৪১ অপরাহ্ণ
বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ এর চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ বলেছেন, স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ অর্জনের নাম আওয়ামী লীগ। আর এ অর্জনের মহানায়ক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।
প্রচারলীগ চেয়ারম্যান আওয়ামী লীগের ৬৮ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে তিনি এ কথা বলেন।
নেওয়াজ আহমেদ বলেন, আওয়ামী লীগ মুক্তিযুদ্ধের দল, জনগণের দল। কেউ কেউ ভোটের জন্য জনগণের সাথে প্রতারণা করে বলে আওয়ামী লীগ ইসলাম শেষ করবে। কিন্তু বাস্তবে মসজিদ, মাদ্রাসা, এতিমখানায় সবচেয়ে বেশি অনুদান দিয়েছে শেখ হাসিনার সরকার।
তিনি বলেন, কওমী মাদ্রাসার স্বীকৃতিসহ বিভিন্ন উন্নয়ন করেছে। আওয়ামী লীগের কাছেই ইসলাম নিরাপদ। জনগণ তা বুঝতে পেরেছে। দেশ উন্নয়নের দ্বারপ্রান্তে এগিয়ে যাচ্ছে। শেখ মুজিবুর রহমান ইসলামী ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছেন। ইজতেমায় জমি দিয়েছেন বলেও জানান বাংলাদেশ আওয়ামী প্রচারলীগ চেয়ারম্যান মোহাম্মদ নেওয়াজ আহমেদ।
আজ রবিবার সন্ধ্যায় বাংলাদেশ প্রচার লীগ আয়োজিত আলোচনা সভায় একথা বলেন।
ঈদ পূর্ণমিলনি আলোচনা সভায় সভাপতিত্ব করেন ঢাকা মহানগর প্রচার লীগের সভাপতি মাসুদুর রহমান। সভায় আরও ছিলেন দলটির সহ-সভাপতি মো শাখায়েত হোসেন চিশতি, সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দীন হক, যুগ্ম-সাধারণ সম্পাদক এ্যাডভোকেট মিজানুর রহমান, ঢাকা মহানগর প্রচার লীগের সাধারণ সম্পাদক খাঁন মোঃ মুরাদ সহ কেন্দ্রীয় ও মহানগর নেতৃবৃন্দ।