
| বুধবার, ৩০ জুন ২০২১ | প্রিন্ট
নিজের স্ত্রীকে বড় বোন দেখিয়ে বিয়ে করেছেন নিজের সন্তানের চেয়ে কম বয়সী এক কিশোরীকে।
নকল পোশাকে পুলিশ কর্মকর্তা পরিচরে প্রতারণা। পুলিশ পরিচয় ব্যবহার করে বিদেশ নেয়া, চাকরি দেয়ার কথা বলে দরিদ্রদের সাথে করেছেন প্রতারণা। এমনই এক চক্রের হোতাসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে সিআইডি।
লক্ষীপুরের গঙ্গাশীবপুরের আবু নাসের। একসময় কাজ করতেন পুলিশের সোর্স হিসেবে। পুলিশ কর্মকর্তাদের আচরণ রপ্ত করে পুলিশের নকল পোশাক পরে এক সময় নিজেই বনে যান পুলিশের উপপরিদর্শক।
যাত্রাবাড়ী এলাকায় পুলিশের কর্মকর্তা পরিচয় দিয়ে নিজের সন্তানের চেয়ে কম বয়সী এক কিশোরীকে গত বছরের নভেম্বরে বিয়ে করেন তিনি। আর বড়বোন পরিচয়ে বিয়ের আয়োজক হিসেবে ছিলেন নাসেরেরই দ্বিতীয় স্ত্রী রুবি আক্তার।
শ্বশুর বাড়ির আত্নীয় স্বজন, পরিচিতজনদের কাছ থেকে প্রতারণার ফাঁদ পেতে নানা সম্পর্ক ও পেশার পরিচয়ে বিদেশ পাঠানো, চাকরি দেয়াসহ বিভিন্ন প্রলোভনে মানুষের কাছ থেকে হাতিয়ে নিয়েছে লাখ লাখ টাকা।
পুলিশের পোশাক পরিহিত অবস্থায় আবু নাসের ও তাদর সহযোগীদের গ্রেপ্তার করেছে সিআইডির মতিঝিল বিভাগ। প্রতারক চক্রের গ্রেপ্তারের খবর পেয়ে এরই মধ্যে সিআইডির শরনাপন্ন হয়েছেন অন্তত আরো ৫ ভুক্তভোগী।
Posted ১১:৪৭ পূর্বাহ্ণ | বুধবার, ৩০ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar