আজকের অগ্রবাণী ডেস্ক | ০৯ আগস্ট ২০১৭ | ১১:৫০ পূর্বাহ্ণ
অমর নায়ক সালমান শাহের মৃত্যুর শুরু থেকে তাকে হত্যার অভিযোগের তীর স্ত্রী সামিরার দিকে। এতগুলো বছর পার হয়ে গেলেও মামলার সুরাহা হয়নি। ‘সালমান শাহ আত্মহত্যা করেননি, তাকে খুন করা হয়েছে’ দাবি করে রাবেয়া সুলতানা রুবি নামে যুক্তরাষ্ট্র প্রবাসী এক বাংলাদেশি নারীর ভিডিওবার্তা প্রকাশের পর আবারও আলোচনায় উঠে এসেছে সালমান শাহ হত্যা রহস্য।
স্বামী-সন্তানদের নিয়ে সামিরার থাইল্যান্ডে থাকার কথা শোনা গেলেও আসলে তারা বাংলাদেশেই আছেন। সুখে সংসার করছেন সামিরা-মোস্তাক দম্পতি। তাদের ঘরে রয়েছে এক ছেলে ও দুই মেয়ে।
এদিকে রুবির ভিডিও প্রকাশের পর নতুন করে সন্তান হত্যার বিচার পাওয়ার স্বপ্ন দেখছেন সালমানের মা নীলা চৌধুরী। বর্তমানে তিনি লন্ডনে অবস্থান করছেন। ফেসবুক স্ট্যাটাসের মাধ্যমে তিনি জানান, ‘প্রিয় দেশবাসী। আমাকে সাহায্য করুন। দেখুন, রুবি সুলতানার স্বীকারোক্তি। কীভাবে সালমানকে হত্যা করা হয়েছে। যেভাবে পারেন এফবিআইকে জানান। বাংলাদেশের সকল চ্যানেলকে অনুরোধ করছি রুবির স্বীকারোক্তিটা চালিয়ে দেন। প্রিয়জন, খেয়াল রাখবেন এই নিউজের পর অনেকে বিভ্রান্তি সৃষ্টি করার চেষ্টা করবে। শান্তভাবে কাজ করবে। সালমানের স্ত্রী সামিরা ও তার পরিবার যেন দেশ থেকে পালিয়ে যেতে না পারে সে দিকেও নজর দিন।’
প্রধানমন্ত্রীর কাছে সাহায্য চেয়ে নীলা চৌধুরী লিখেছেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী, একজন সর্বশান্ত জননী আপনার দৃষ্টি আকর্ষণ করছি। একবার ভিডিওটি দেখুন (সুলতানা রুবির ভিডিওবার্তা)। ইমনের (সালমান শাহ) বিচার হলেও আমি আর কোনোদিন ইমনকে পাব না। কিন্তু আপনার সরকার কলঙ্কমুক্ত হবে। আল্লাহ আমাকে সাহায্য করেছেন, আপনিও আমাকে সাহায্য করুন সত্য উদঘাটনে। আমি কৃতজ্ঞ থাকব।’