
ডেস্ক রিপোর্ট | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২ | প্রিন্ট
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় স্বামী হত্যার দায়ে স্ত্রীসহ দুইজনকে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড এবং অর্থদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার দুপুরে জেলা ও দায়রা জজ ফজলে খোদা মো. নাজির আসামিদের উপস্থিতিতে এ রায় দেন।
সাজাপ্রাপ্তরা হলেন-উল্লাপাড়ার কয়ড়া হরিশপুর গ্রামের ইসহাক আলীর মেয়ে আছিয়া খাতুন (৪১) ও তার প্রেমিক পাশ্ববর্তী মোহনপুর লাহিড়ীপাড়ার মোহাম্মদ আলীর ছেলে রমজান আলী (৪২)।
কোর্ট ইন্সপেক্টর আবুল কালাম আজাদ জানান, প্রেমের কারণে ২০১৬ সালের ১ জুন প্রেমিক রমজান আলীর সহযোগিতায় আছিয়া তার স্বামী আবু বকরকে হত্যা করেন। এ ঘটনায় নিহতের ভাই আবু হানিফ থানায় মামলা করেন। ১৩ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বিজ্ঞ আদালত প্রেমিকসহ আছিয়াকে বিনাশ্রম যাবজ্জীবন কারাদণ্ড ও অর্থদণ্ড দেন।
Posted ৭:০৫ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ জানুয়ারি ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar