ডেস্ক | ০৪ ডিসেম্বর ২০১৯ | ৩:১৮ অপরাহ্ণ
থাইল্যান্ডে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক যুবকের প্রাণহানি ঘটেছে। দেশটির পশ্চিমাঞ্চলীয় চনবুরি এলাকায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় এ ঘটনা ঘটেছে বলে আজ বুধবার মেইল অনলাইনের এক প্রতিবেদনে জানানো হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, থাইল্যান্ডের পশ্চিমের চনবুরি এলাকায় নিজ বাসায় স্মার্টফোন চার্জে রেখে ব্যবহার করছিলেন কিত্তিসাক মুনকিত্তি (২৮) নামের এক যুবক। এ সময় তার মা রিন্নাপর্ন মুনকিত্তি ঘরের কাজে সহায়তার জন্য ছেলেকে ডাকেন। কিন্তু ছেলের কোনো সাড়া পাননি তিনি। এরপর ছেলের কক্ষে গিয়ে তাকে অবচেতন অবস্থায় দেখতে পান। পরে লাঠি নিয়ে এসে তাকে জাগানোর চেষ্টা করেন। কিন্তু ব্যর্থ হন।
খবরে আরো বলা হয়েছে, ২৮ বছরের এই যুবকের দুই হাত এবং কপাল পুড়ে গেছে।
এ ব্যাপারে দেশটির তদন্ত কর্মকর্তারা বলেছেন, গত সোমবার সকালের দিকে নিজের স্মার্টফোন চার্জে রেখে ব্যবহারের সময় কিত্তিসাক দুর্ঘটনাবশত বিদ্যুতায়িত হয়ে মারা গেছেন।