| ০৬ মার্চ ২০২০ | ৯:১৮ অপরাহ্ণ
সড়কে শৃঙ্খলা ফেরাতে অভিযান চালিয়েছেন বিআরটিএর সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট এম এম সামিরুল ইসলাম। গতকাল বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১০টায় ধউর ট্রাফিক পুলিশ বক্সের সামনে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে বিভিন্ন রুটে চলাচলকারী বাসসহ ব্যক্তিগত গাড়ির ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন, চালকের লাইসেন্স ইত্যাদি পরীক্ষা করা হয়।
এসময় ২০ টি যানবাহনের বিরুদ্ধে মামলাসহ বিভিন্ন কারণে বেশ কিছু গাড়ির মালিক ও চালককে মোট ৩৯ হাজার ৫শ’ টাকা জরিমানা করা হয়েছে।
সামিরুল ইসলাম বলেন, ‘সকাল থেকে শুরু হওয়া মোবাইল কোর্ট চলে দুপুর পর্যন্ত। অভিযানে ২০টি যানবাহনের বিরুদ্ধে মামলা করা হয়েছে এবং জরিমানা আদায় করা হয়েছে ৩৯ হাজার ৫শ টাকা। এসব গাড়ির ফিটনেস, রুট পারমিট, ট্যাক্স টোকেন এবং ড্রাইভিং লাইসেন্স ছিল না বলে জরিমানা করা হয়।
সামিরুল ইসলাম আরও জানান, এখন থেকে প্রতিদিন আমাদের অভিযান চলবে এবং আরও জোরদার করা হবে।