নিজস্ব প্রতিবেদক: | ১৭ আগস্ট ২০১৭ | ১২:৩৮ পূর্বাহ্ণ
প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, আমি জানি না, যাওয়ার দিন কেন আমার মা এভাবে কেঁদেছিলেন,মাকে আমি কখনও এভাবে কাঁদতে দেখিনি। আমার মা খুব চাপা স্বভাবের ছিলেন, তিনি কখনও তার অভাব অভিযোগের কথা বলতেন না। যাওয়ার সময় তাকে এভাবে আকুল হয়ে কাঁদতে দেখে বললাম, মা তুমি এভাবে কাঁদলে আমি যাবো না। আমি জানি না, তিনি কিছু বুঝতে পেরেছিলেন কি না।’
১৩ই আগস্ট মা বাবার সাথে আমার নেদারল্যান্ড থেকে শেষ কথা হয়।
মা’র সঙ্গে সেদিন টেলিফোনে শেষ কথার সময়ও তাঁর মা বেগম মুজিব খুব কেঁদেছিলেন উল্লেখ করে বলেন,
“তুই আয়, তোর সঙ্গে অনেক কথা আছে”
আর সে কথা হয়নি…………..