অনলাইন ডেস্ক | ২৩ আগস্ট ২০১৭ | ৭:৫৫ অপরাহ্ণ
হবিগঞ্জে রিদওয়াদুল মোহসিন টিপু (৪০) নামে এক ব্যবসায়ীকে হত্যার দায়ে আটজনের মৃত্যুদণ্ড ও ১২ জনের যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত।
বুধবার বিকেলে হবিগঞ্জের অতিরিক্ত জেলা ও দায়রা জজ মাফরোজা পারভীন এ রায় দেন।
মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- সুধাংশু দাশ, সুভাষ দাশ, এরশাদ, আব্দুল মালেক মালু, আব্দুর রহমান, আবুল কাশেম, আবু লাল ও মোশাররফ হোসেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- হরমুজ আলী, মোস্তাক, সানু, জাবেদ, জহির, বকুল, আমির হোসেন, দুলাল, কামাল, ছায়েদ, জহিরুল ও ঝানু। তারা মাধবপুর উপজেলার গাংগাইল গ্রামের বাসিন্দা।
মামলার সংক্ষিপ্ত বিবরণে জানা যায়, ২০১১ সালের সাত জানুয়ারি জেলার মাধবপুর উপজেলার মনতলা (মেরাচানি) এলাকার রেলওয়ে স্টেশনের কর্মকর্তা মো. মহসিনের ছেলে ব্যবসায়ী টিপু সুলতানের বাড়িতে রাতের আঁধাতে একদল লোক প্রবেশ করে তাকে হত্যা করে পালিয়ে যায়।
এ ঘটনার পর নিহতের স্ত্রী হাসিনা আক্তার বেবী বাদী হয়ে ২৪ জনের বিরুদ্ধে থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।
বুধবার দুপুর আড়াইটায় বিচারক পাঁচজন আসামির উপস্থিতিতে এ রায় দেন।