
| রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১ | প্রিন্ট
সানডে নাইটের হাইভোল্টেজ ম্যাচে মুখোমুখি হবে দুই জায়ান্ট চেলসি ও ম্যানচেস্টার ইউনাইটেড। ৫ ম্যাচে অপরাজিত থাকা চেলসির পথে বাধা হয়ে দাঁড়ানোর লক্ষ্য রেড ডেভিল বস ওলেগানার সোলশায়েরের। অন্যদিকে চেলসি কোচ থমাস টাচেলও চান এ ম্যাচে শতভাগ জয় তুলে নিতে। দু’দলের ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ১০টায়।
চলতি ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষস্থানটা দাপট নিয়ে দখল করে আছে ম্যানচেস্টার সিটি। তাদের পরেই অবস্থান ম্যানচেস্টার ইউনাইটেডের। সমান পয়েন্ট নিয়ে রেড ডেভিলদের ঘাড়ে নিঃশ্বাস ফেলছে লেস্টার সিটি। তাই নিজেদের জায়গা মজবুত করতে এবার ম্যানচেস্টার ইউনাইটেড মুখোমুখি হবে আরেক ইংলিশ জায়ান্ট চেলসির।
খেলা হবে চেলসির মাঠ স্ট্যামফোর্ড ব্রিজে। পরিসংখ্যান বলছে, লিগে শেষ ৫ অ্যাওয়ে ম্যাচের একটিতেও হারেনি ম্যানচেস্টার ইউনাইটেড। এদিকে হেড টু হেডের পরিসংখ্যানেও এগিয়ে তারাই। জিতেছে ৬৯টিতে। ড্র করেছে ৫১টি আর হেরেছে ৫৩ ম্যাচ। তারপরও কোচের কণ্ঠে সাবধানতার আভাস।
ম্যানচেস্টার ইউনাইটেডের কোচ ওলে গানার সোলশায়ার বলেন, চেলসির বর্তমান ফর্ম যদি দেখেন বুঝবেন ওরা কোথা থেকে কোথায় পৌঁছেছে। থমাস টাচেল দায়িত্ব নেয়ার পর চেলসি ভালো ফর্মে আছে। লিগের মাঝপথে এসে একটা দলকে টেনে তোলা এতটা সহজ নয়। যেটা টাচেল করে দেখিয়েছে। গত ৫ ম্যাচে হারেনি তারা। আশা করি আমরা এ ম্যাচে তাদের হারাতে পারব।’
ব্রুনো ফার্নান্দেজ, রাশফোর্ড, মার্শালদের এ ম্যাচে পাচ্ছেন কোচ। তবে, এখনো ইনজুরি খরায় জর্জরিত পল পগবা, হুয়ান মাতা, এডিনসন কাভানিরা।
অন্যদিকে, থমাস টাচেল দায়িত্ব নেয়ার পর থেকে এখন বেশ ভালো ফর্মে আছে চেলসি। লিগের শেষ ৫ ম্যাচে হারেনি তারা। সেই ধারাবাহিকতা এ ম্যাচেও ধরে রাখার লক্ষ্য ব্লুদের।
চেলসি কোচ থমাস টাচেল জানান, আশা করি এ ম্যাচে আমরা জিতব আর সে লক্ষ্যেই মাঠে নামব। আমরা সবাই জানি ম্যানচেস্টার ইউনাইটেড প্রতিপক্ষ হিসেবে কঠিন এবং চ্যালেঞ্জিং।
ইনজুরির কারণে থিয়াগো সিলভাকে এ ম্যাচে পাচ্ছে না চেলসি। তাই কান্তে, আব্রাহাম ও টিমো ওয়েরনারদের ওপরই ভরসা রাখছেন কোচ।
Posted ৩:০৩ অপরাহ্ণ | রবিবার, ২৮ ফেব্রুয়ারি ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar