
ডেস্ক | সোমবার, ১৬ মার্চ ২০২০ | প্রিন্ট
বলিউডের আলোচিত অসম জুটি অর্জুন কাপুর ও মালাইকা আরোরা। সম্প্রতি তারা ধরা পড়লেন ফটোশিকারিদের ক্যামেরায়। ধূসর স্কিন হাগিং শার্টে অর্জুন আর কালো লেদার জ্যাকেটের সঙ্গে সাদা ক্রপ টপে মালাইকা বরাবরের মতোই লাস্যময়ী।
এদিন দুই তারকা হাত ধরে বেরিয়ে আসেন বন্ধু বান্টি সাজদের জন্মদিনের পার্টি থেকে। কিছু দিন আগে মালাইকা এবং অর্জুন একসঙ্গে হাজির হয়েছিলেন মালাইকার মা জয়েস আরোরার জন্মদিনের পার্টিতেও। সেখানে এই জুটির সঙ্গী হয়েছিলেন আরবাজ-মালাইকার ছেলে আরহান খান।
সাবেক স্বামী অভিনেতা ও প্রযোজক আরবাজ খানের সঙ্গে মালাইকার দীর্ঘদিনের দাম্পত্য ভেঙে যাওয়ার জন্য অর্জুনের সঙ্গে তার ঘনিষ্ঠতাকেই দায়ী করেন অনেকে। এমনকি বয়সের পার্থক্য নিয়েও অগনিত কটাক্ষ শুনতে হয়েছে এই তারকা জুটিকে।
কিনউ তারা সেই কটাক্ষে আমল দিতে নারাজ। একসঙ্গে ছুটি কাটানো থেকে সারপ্রাইজ ডিনার- এই লাভ বার্ডস দিব্যি মজে রয়েছেন তাদের প্রেমের গল্পে। কে কী বলছে, সবই যেন হেসে হাওয়ায় উড়িয়ে দিতে ভালোবাসেন এই বেপরোয়া জুটি।
Posted ১০:১৯ অপরাহ্ণ | সোমবার, ১৬ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar