
হাবিপ্রবি প্রতিনিধি | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে বিজ্ঞান অনুষদের রসায়ন বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
গতকাল ৪ই ফেব্রয়ারী মঙ্গলবার এই নবীনবরণ অনুষ্ঠিত হয়। উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে ছিলেন বিজ্ঞান অনুষদের সবচেয়ে সিনিয়র শিক্ষক, বিজ্ঞান অনুষদের স্বপ্নদ্রষ্টা ও বিজ্ঞান অনুষদের প্রতিষ্ঠাতা, সাবেক রেজিস্ট্রার, সাবেক ডীন পোস্টগ্রাজুয়েট ও বিজ্ঞান অনুষদ এবং সাবেক চেয়ারম্যান রসায়ন বিভাগ, প্রফেসর .ড. বলরাম রায়।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, রসায়ন বিভাগের চেয়ারম্যান প্র.ড.নাজিম উদ্দিন।
অনুষ্ঠানে বিভাগের অন্যান্য শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বিশেষ অতিথি বলরাম রায় “মুজিব বর্ষের” শুভেচ্ছা দিয়ে স্বাগত বক্তব্যে, বিজ্ঞান অনুষদ কিভাবে প্রতিষ্ঠিত হয় তা তুলে ধরেন। অদূর ভবিষ্যতে হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে যেনো “নোবেল পুরষ্কার” পায় রসায়ন ও পদার্থ বিজ্ঞানে এই আশা রেখে তিনি বিজ্ঞান অনুষদ খুলেন। ভবিষ্যতে আমার ছাত্রছাত্রীরা রসায়নে নোবেল পুরষ্কার পেয়ে দেশ ও জাতির মুখ উজ্জ্বল করবেন। তিনি আরও বলেন রসায়ন হলো বিজ্ঞানের কেন্দ্রবিন্দু।
তিনি পরিশেষে একটি গানের মাধ্যমে তার মুল্যবান বক্তব্য শেষ করেন।
” আমরা করবো জয়
আমরা করবো জয়
একদিন…..
উক্ত অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে নাজিম উদ্দিন রসায়ন বিষয়ের একাডেমিক দিক-নির্দেশনা তুলে ধরেন।
Posted ৬:৫০ অপরাহ্ণ | বুধবার, ০৫ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar