
মশিউর রহমান মোমিন, হাবিপ্রবিঃ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০ | প্রিন্ট
দিনাজপুর হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী গণতান্ত্রিক শিক্ষক পরিষদের সভাপতি প্রফেসর ড. ফাহিমা খানমকে অশালীন ও কুরুচিপূর্ণ ভাষায় গালি গালাজ করার প্রতিবাদে মানববন্ধন করেছে উক্ত সংগঠনের শিক্ষকবৃন্দ।
আজ ১৮ই ফেব্রয়ারী মঙ্গলবার সকাল ১১.৩০ টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে তারা এই মানববন্ধন করে।
এসময় বক্তারা অভিযুক্ত গাড়ি চালক মো. জাহাঙ্গীর আলমকে নারী ও শিশু নির্যাতনকারী, সন্ত্রাসী উল্লেখ করে বলেন, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা-কর্মচারী কেউ তার কাছে নিরাপদ নয়। বিভিন্ন সময় তারা প্রাণের ভয়ে দিনাজপুর কোতোয়ালি থানায় জাহাঙ্গীরের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন। গাড়ি চালক জাহাঙ্গীরকে জোড়া খুনের অন্যতম আসামি উল্লেখ করে বক্তারা সিনিয়র প্রফেসর ড. ফাহিমা খানমের সাথে অশালীন ও কুরুচিপূর্ণ ব্যবহারের বিচার দাবি করেন।
এদিকে তৃতীয় দিনেরমত অবস্থান কর্মসূচি পালন করেছে বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা। তারা স্লোগানের মাধ্যমে ম্যানেজমেন্ট বিভাগের শিক্ষক সৌরভ পাল চৌধুরীরকে অন্যায়ভাবে দেওয়া শাস্তি প্রত্যাহার দাবি করেন।
Posted ৪:৪২ অপরাহ্ণ | মঙ্গলবার, ১৮ ফেব্রুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar