
ডেস্ক | শনিবার, ২১ মার্চ ২০২০ | প্রিন্ট
করোনার বিস্তার রোধে দেশের হাসপাতালগুলোতে দর্শনার্থীদের প্রবেশ নিষিদ্ধ করা হয়েছে। শনিবার (২১ মার্চ) সকল বিশেষায়িত ইনস্টিটিউট, মেডিকেল কলেজ হাসপাতাল, জেলা সদর হাসপাতাল, সিভিল সার্জনসহ সংশ্লিষ্টদের এ সংক্রান্ত নির্দেশনার একটি চিঠি দেয়া হয়েছে। চিঠিতে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা স্বাক্ষর রয়েছে।
এতে বলা হয়েছে, কভিড-১৯ পরিস্থিতি ব্যবস্থাপনার অংশ হিসেবে কভিড-১৯ এর বিস্তার রোধে হাসপাতালগুলোতে ভিজিটিং সময় স্থগিত করা হল। এতে আরো বলা হয়েছে, রোগীর সাথে এটেন্ডেন্ট নিরুৎসাহিত করতে হবে এবং অতি প্রয়োজনে একজন রোগীর সাথে একজন এটেনডেন্ট থাকার অনুমতি দেয়া যেতে পারে।
Posted ১০:১৩ অপরাহ্ণ | শনিবার, ২১ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar