
আন্তর্জাতিক ডেস্ক: | মঙ্গলবার, ২২ জুন ২০২১ | প্রিন্ট
হাসপাতালের বাইরে থেকে একটি অ্যাম্বুলেন্স চুরির ঘটনা ঘটেছে। শনিবার যুক্তরাষ্ট্রের ম্যানহাটনের একটি হাসপাতালের বাইরে এ ঘটনা ঘটেছে। পুলিশ জানিয়েছে, চুরির পর সেই অ্যাম্বুলেন্সে করে ঘুরে বেড়ায় চোর! খবর নিউইয়র্ক পোস্টের।
সূত্রগুলো জানিয়েছে, শনিবার স্থানীয় সময় বিকেল সাড়ে ৪টার দিকে ওই প্রাইভেট ইমার্জেন্সি গাড়িটি চুরি হয়। হেলস কিচেনের মাউন্ট সিনাই ওয়েস্ট থেকে এটি চুরি হয়।
পরে ওই অ্যাম্বুলেন্সটি টাইমস স্কয়ারের কাছে পরিত্যক্ত অবস্থায় পাওয়া যায় বলে জানায় সূত্রগুলো। একজন পুরুষ ওই অ্যাম্বুলেন্সটি চুরি করেছিল বলে ধারণা করা হয়। সূত্রগুলো জানিয়েছে, ওই ব্যক্তির বয়স ৩০ বছর বয়সের কোঠায়। তিনি গাড়ি রেখে পায়ে হেঁটে পালিয়ে যায়। এখনও ওই ব্যক্তিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
Posted ৪:১২ অপরাহ্ণ | মঙ্গলবার, ২২ জুন ২০২১
ajkerograbani.com | faroque
.
.
Archive Calendar
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ||||||
২ | ৩ | ৪ | ৫ | ৬ | ৭ | ৮ |
৯ | ১০ | ১১ | ১২ | ১৩ | ১৪ | ১৫ |
১৬ | ১৭ | ১৮ | ১৯ | ২০ | ২১ | ২২ |
২৩ | ২৪ | ২৫ | ২৬ | ২৭ | ২৮ | ২৯ |
৩০ | ৩১ |