অনলাইন ডেস্ক | ২৩ জুন ২০১৮ | ৫:২৮ অপরাহ্ণ
উত্তরাখন্ডে চলছিল ‘স্পিল্টসভিলা’-এর শ্যুটিং। কিন্তু আচমকাই শ্যুট চলাকালীন অসুস্থ হয়ে পড়েন সানি লিওনি। অবস্থা এতটাই খারাপ হয়ে পড়ে যে ততক্ষণাৎ হাসপাতালে ভর্তি করতে হয় তাকে। বর্তমানে উত্তরাখণ্ডের উধাম সিংহ জেলার কাশীপুরের ব্রিজেশ হাসপাতালে ভর্তি রয়েছেন সানি।
বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটার সময় সানিকে হাসপাতালে ভর্তি করতে হয়। মারাত্মক পেটের যন্ত্রণা এবং হাল্কা জ্বর নিয়ে হাসপাতালে আসেন সানি। জানা গেছে, মারাত্মক গরম এবং বিভিন্ন জায়গায় ঘোরাঘুরির কারণে, সানির পেটের সমস্যা তৈরি হয়। সেই থেকেই এভাবে অসুস্থ হয়ে পড়েন সানি বলে জানা গিয়েছে। খবর জি বাংলা।
চিকিৎসকরা জানিয়েছেন, আপাতত নায়িকার অবস্থা ঠিকই আছে। শনিবার হাসপাতাল থেকে বাসায় যেতে পারবেন সানি। লিউডের পাশাপাশি দক্ষিণী সিনেমাতেও নিজের জায়গা পাকা করছেন সানি। সদ্য মুক্তি পেয়েছে তার আপকামিং সাউথ মুভি ‘বীরামহাদেবী’র ফার্স্ট লুক৷ যে সিনেমায় প্রথমবার যোদ্ধার চরিত্রে অভিনয় করছেন নায়িকা। যে ছবি দেখার পর রূপে নয় অভিনেত্রী তেজে বাড়ছে সোশ্যাল মিডিয়ায় পারদ।