
ডেস্ক | সোমবার, ২৩ মার্চ ২০২০ | প্রিন্ট
বলিউডের বেবি ডল খ্যাত গায়িকা কণিকা কাপুর করোনাভাইরাসে আক্রান্ত। এই গায়িকার বিরুদ্ধে বিদেশ থেকে ফিরে সরকারি বিধি না মেনে পার্টি করার অভিযোগ আছে। এবার হাসপাতালে ভর্তি হয়ে পাঁচ তারকা হোটেলের সুবিধা চাইছেনতিনি। গেল ৯ মার্চ লন্ডন থেকে ফিরে লখনৌ-তে তিন শতাধিক বেশি মানুষের সঙ্গে পার্টি করেছেন এই গায়িকা।
গোপন করেছেন তথ্য, মানেননি সরকারি বিধি নিষেধ। এখানেই শেষ নয়। বর্তমানে কণিকা কাপুর যখন করোনা আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন, তখন তার বিরুদ্ধে উঠেছে নানান অভিযোগ।
ভারতীয় গণমাধ্যমের খবর, কণিকা যে হাসপাতালে ভর্তি রয়েছেন, সেই হাসপাতালের চিকিৎসক তথা ডিরেক্টর জানিয়েছেন, কণিকা কাপুর হাসপাতালে কোয়ারেন্টিনে থাকা অবস্থায় নানান বায়না করছেন। তিনি রোগীর মতো আচরণ করছেন না বরং তিনি যে তারকা সেটাই বারবার দেখানোর চেষ্টা করছেন। তাকে বলা হয়েছে রোগীর মতো আচরণ করুন, তারকা সুলভ নয়।
হাসাপাতাল কর্তৃপক্ষের দাবি, তারা কণিকার পর্যাপ্ত তদারকি করছেন। আলাদা ঘর, বাথরুম, টিভি সবই দেওয়া হয়েছে। প্রতি ৪ ঘণ্টা অন্তর তার ঘর সাফ করা হচ্ছে। তবুও গায়িকা নাকি হাসপাতাল কর্মীদের সঙ্গে ভালো ব্যবহার করছেন না।
Posted ৫:৪৯ অপরাহ্ণ | সোমবার, ২৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar