
ডেস্ক রিপোর্ট | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২ | প্রিন্ট
প্রতিপক্ষের হামলায় মুমূর্ষু অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে ময়মনসিংহের নান্দাইলের আরশাদুলকে। অন্যদিকে তাঁর মাথার মগজ রাখা হয়েছে সাভারের ইনস্টিটিউট অব টিস্যু ব্যাংকিংয়ে। সুস্থ হওয়ার তিন মাস পর মাথার সেই অংশ সংযোজন করা হবে। চিকিৎসারত আরশাদুলের মাথায় ব্যান্ডেজের ওপর চিকিৎসক লিখে রেখেছেন- ‘হাড় নেই, চাপ দিবেন না’।
এইচএসসি পরীক্ষার্থী আরশাদুল (২০) ময়মনসিংহের নান্দাইল উপজেলার অরণ্যপাশা গ্রামের চা বিক্রেতা মঞ্জিল মিয়ার ছেলে। পড়ালেখার ফাঁকে তিনিও নান্দাইল চৌরাস্তায় মনিহারি ব্যবসা করেন।
আরশাদুলের এ ঘটনা গত বছরের অক্টোবরে চট্টগ্রামে মেডিকেল কলেজে ছাত্রলীগের দুই গ্রুপের মারামারিতে গুরুতর আহত মাহাদি জে আকিবের নির্মম কাহিনির কথাই স্মরণ করিয়ে দেয়। এমবিবিএস দ্বিতীয় বর্ষের ছাত্র মাহাদির মাথায়ও লেখা ছিল- ‘হাড় নেই, চাপ দিবেন না’।
Posted ৯:২৮ পূর্বাহ্ণ | বৃহস্পতিবার, ২৩ জুন ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar