আরিফুল ইসলাম অভি | ২৪ জুন ২০১৭ | ৪:০২ পূর্বাহ্ণ
“হৃদয়ের যতো কথা লিখবো আমরা ” গ্রুপের পক্ষ থেকে থেকে মিরপুর ২ নাম্বার ঝিলপাড়া বস্তির “আলোর খোঁজে স্কুলে আজ ছোট্ট ছোট্ট ছেলেমেয়েদের জামাকাপড়, জুতা বিতরণ করা হলো আলহামদুলিল্লাহ।
সম্মানিত Chowdhury Md Jewel ভাইয়ার ইচ্ছা, উদ্দোগ এবং আন্তরিকতায় এবং সিমু ভাবি, Shipu Chowdhury ভাইয়ের নেতৃত্বে (যদিও তখন তিনি ঘুমোচ্ছিলেন বাসায়) মিম আপু, মারিয়া আপু, পামেলা আপুদের আয়োজনে কিছু মানুষের মুখে অন্তত হাসি ফুটলো।
ভালো কাজে সাথে থাকতে পেরে খুব ভালো লাগছে, নতুন কাপড় পাওয়ার পরে ওদের যে উচ্ছ্বাস।