রিফাত খান | ১৬ আগস্ট ২০১৭ | ৯:৩২ পূর্বাহ্ণ
“হে পিতা শেখ মুজিব”
হে পিতা মোদের,
হে পিতা – শেখ মুজিব।
তোমার জন্য স্বাধীনতা,
তুমি ছিলে – দেশ প্রেমিক।
মানচিত্রে এক বাংলাদেশ,
মাথা উঁচু করে – দাঁড়িয়ে।
স্বপ্ন পূরণ – করে উন্নয়ন,
তোমার দেওয়া – কৃতিত্বে।
সাক্ষী হয়ে – পৃথিবীর বুকে,
রয়েছে মুজিব, এক ইতিহাস।
নতুন বাঁচার স্বপ্ন দেখে,
ডিজিটাল তার বহিঃপ্রকাশ।
কত লড়াই – কতশত ত্যাগ,
হয়ে গেছে কত – নির্যাতন।
শত্রুরা সব – চুষে খেয়ে দেশ,
করে গেছে কত – দুঃশাসন।
তোমার সাথে রাজাকার’রা,
করে গেছে কত – মিথ্যাচার।
রক্তে জোয়ার – দেশ ভেসে শেষ,
পাক বাহিনীর – অত্যাচার।
তুমি ছিলে এক – শেখ মুজিবুর,
সারা বাংলার – অহংকার।
স্বাধীনতা দিয়ে – এনেছো বিজয়,
মিশে আজও আছো – একাকার।
বাংলাদেশের – নামটি শুধু,
তোমারই দেওয়া – জয়ো গানে।
সাতই মার্চের – ভাষন শুনে,
গড়ে লক্ষ – মনে প্রাণে।
বীর বাঙ্গালী – এক ঐক্য গড়ে,
শুনেছিল তোমার – আহব্বান।
লাল রক্তে – ভিজে গেছে কত,
পেয়েছিল তাহার – প্রতিদান।
তোমার জন্য – জন্মেছে দেশ,
এতেই অবুঝ – এই মুজিব প্রেমিক।
স্বাধীন হয়েও – শোকাহত রেশ,
হারিয়েছি তোমায় – ওহ্ শেখ মুজিব।
তোমার রক্তে – রঞ্জিত হয়ে,
লজ্জিত জাতি – বিবেকহীন।
লজ্জা আমার – মাতৃভুমির,
কেমনে দেবো – তোমার ঋণ?