আজকের অগ্রবাণী ডেস্ক: | ০৫ এপ্রিল ২০১৭ | ৫:৪৭ অপরাহ্ণ
জমকালো আয়োজনে উদ্বোধন করা হলো ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্রাইডার জুয়েলারী ফেয়ার। হোটেল ওয়েস্টিন এর বল রুমে এ মেলার ফিতা কেটে উদ্বোধন করেন ডায়মন্ড ওয়ার্ল্ডের ব্যবস্থাপনা পরিচালক, এফবিসিসিআই এর পরিচালক এবং বাংলাদেশ জুয়েলারী সমিতির সাধারণ সম্পাদক জনাব দিলীপ কুমার আগরওয়ালাসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও প্রতিষ্ঠানটির কর্তাব্যক্তিরা।
আগরওয়ালা বলেন, এদেশীয় সংস্কৃতি ও মানুষের রুচি বোধের কথা চিন্তা করে মেলায় এমন কিছু নতুন পণ্যের প্রদর্শন করা হবে যা ক্রেতাদের মনোযোগ আকষর্ণ করতে বাধ্য। তিনি আরো বলেন যারা বিয়ে সহ অন্যান্য আয়োজনে কেনাকাটার জন্য বিদেশমুখী হন তারা অন্তত একবারের জন্য হলেও আমাদের মেলায় আসবেন আশা করি আপনারা নিরাশ হবেন না।
ক্রেতাদের হাতে আন্তজার্তিক মান সম্পন্ন ও অত্যাধুনিক ডিজাইনের জুয়েলারী ও লাইফ স্টাইল পণ্য তুলে দিতেই এ মেলার আয়োজন করেছে বাংলাদেশে প্রথম ISO Certified জনপ্রিয় এই প্রতিষ্ঠানটি।
বাড়তি আকর্ষন হিসেবে মেলায় প্রতিটি কেনাকাটায় ক্রেতার পাবেন DIAMOND JEWELLERY, GOLD JEWELLERY ও লাইফ স্টাইল PRODUCT এর উপর আকর্ষনীয় ছাড় ও বিভিন্ন পুরস্কার জেতার সম্ভাবনা। মেলার শেষ দিনে থাকছে র্যাফেল ড্র ও মনোঙ্গ সাংস্কৃতিক অনুষ্ঠান। মেলাটি সর্বসাধারণের জন্য উন্মুক্ত থাকবে এবং চলবে সাত এপ্রিল ২০১৭ পর্যন্ত। মেলা শুরম্ন হবে প্রতিদিন সকাল ১১ টায়।
এছাড়াও শুভ নববর্ষ ১৪২৪ কে আমন্ত্রণ জানাতে এবং প্রিয় মুহুর্তকে ভালবাসার রং এ রাঙ্গিয়ে দিতে ডায়মন্ড ওয়ার্ল্ড এর প্রতিটি শোরম্নমে চলছে বৈশাখী ঝড়ে আফার ! Diamond Jewellery উপর 31% ছাড় এবং চোখ ধাঁধানে নতুন নতুন গহনার সমারোহ। অফার চলবে ১৫ এপ্রিল পর্যন্ত।
শনি | রবি | সোম | মঙ্গল | বুধ | বৃহ | শুক্র |
---|---|---|---|---|---|---|
১ | ২ | ৩ | ৪ | ৫ | ||
৬ | ৭ | ৮ | ৯ | ১০ | ১১ | ১২ |
১৩ | ১৪ | ১৫ | ১৬ | ১৭ | ১৮ | ১৯ |
২০ | ২১ | ২২ | ২৩ | ২৪ | ২৫ | ২৬ |
২৭ | ২৮ | ২৯ | ৩০ | ৩১ |