
ডেস্ক | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | প্রিন্ট
হোম কোয়ারেন্টাইন অমান্য করায় চাঁদপুরের হাজীগঞ্জে দুই জনকে জরিমানা করা হয়েছে। উপজেলার সদর ইউনিয়নের সুহিলপুর গ্রামের ইতালি থেকে আগত মো. আবদুল আজিজ এবং বড়কূল পূর্ব ইউনিয়নের দক্ষিণ বড়কূল গ্রামের যুক্তরাষ্ট্র থেকে আগত মো. দাউদ হোসেনকে ভ্রাম্যমাণ আদালত এ জরিমানা করেন।
বৃহস্পতিবার দুপুর ১২ টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া ওই দুই জনের প্রত্যেকে ১০ হাজার টাকা করে জরিমানা করেন।
হাজীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা বৈশাখী বড়ুয়া বলেন, ‘সম্প্রতি ইতালি থেকে মো. আবদুল আজিজ এবং যুক্তরাষ্ট্র থেকে মো. দাউদ হোসেন হাজীগঞ্জে আসেন। তাদের দুই জনকে হোম কোয়ারেন্টাইনে থাকার নির্দেশনা দেওয়া হয়। কিন্তু নির্দেশনা অমান্য করে খোলামেলা চলাফেরা করার জন্য তাদের জরিমানা করা হয়।’
Posted ৫:১০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar