অনলাইন ডেস্ক | ১৩ জুন ২০১৭ | ৯:৪১ পূর্বাহ্ণ
প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় বসার পাঁচ মাস পর হোয়াইট হাউসে উঠলেন স্ত্রী মেলানিয়া ট্রাম্প ও তাঁদের ছেলে ব্যারন। ফার্স্ট লেডির মুখপাত্র গত রোববার রাতে এ তথ্য নিশ্চিত করেছেন।
মেলানিয়া ট্রাম্পই প্রথম ফার্স্ট লেডি, যিনি দ্রুত হোয়াইট হাউসে স্থানান্তর হননি। গত জানুয়ারি মাসে স্বামী ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হিসেবে দায়িত্ব গ্রহণের পর হোয়াইট হাউসে উঠে গেলেও মেলানিয়া তাঁদের ১১ বছরের ছেলে ব্যারন ট্রাম্পের স্কুলের কথা ভেবে তখনই হোয়াইট হাউসে ওঠেননি। কারণ, নিউইয়র্কের ট্রাম্প টাওয়ারের কাছেই ব্যারনের স্কুল। ছেলের স্কুলের শিক্ষাবর্ষ শেষে অবশেষে হোয়াইট হাউসের বাসিন্দা হলেন ফার্স্ট লেডি মেলানিয়া। এতে যে মেলানিয়া আনন্দিত, তা ঘর থেকে তোলা হোয়াইট হাউসের চত্বরের একটি ছবি টুইটারে পোস্ট করার মাধ্যমে প্রকাশ পেয়েছে।