
| মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০ | প্রিন্ট
১০ কেজি হেরোইন মামলার এক আসামি গ্রেফতারের দেড় মাসের মাথায় জামিনে বের হয়েছেন। চাঁপাইনবাবগঞ্জ আদালতে ঘটেছে এ ঘটনা। ১০ কেজি হেরোইন মামলার আসামির জামিন পাওয়া নিয়ে ব্যাপক আলোচনার জন্ম দিয়েছে জেলাটিতে।
মামলাটির তদন্ত কর্মকর্তা বলছেন, আদালতের এ আদেশে তারা হতবাক। আইনজীবীরা বলছেন, জামিন দেয়ার ক্ষেত্রে বিচারকসূলভ মনোভাব দেখানো হয়নি।
মামলার এজাহারে দেখা যায়, আব্দুল আলীম নামে এক আসামির কাছ থেকে ১০ কোটি টাকা মূল্যের ১০ কেজি হেরোইন জব্দ করে র্যাব। এ হেরোইন তাকে হিরা নামে এক মাদক ব্যবসায়ী দেয়। পরে এক নম্বর আসামি আলীম আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দেন।
আলীমের স্বীকারোক্তির ভিত্তিতে হিরাকে গ্রেফতার করে র্যাব। কারাগারে থাকার ৪০ দিনের মাথায় চাঁপাইনবাবগঞ্জ জেলা আদালতে জামিন আবেদন করে হিরা। শুনানি শেষে দায়রা জজ লিয়াকত আলী মোল্লা এ জামিন মঞ্জুর করেন।
Posted ১:৫১ অপরাহ্ণ | মঙ্গলবার, ০৩ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar