যশোর প্রতিনিধি: | ২৭ মার্চ ২০১৭ | ৯:১২ অপরাহ্ণ
যশোর চৌগাছা উপজেলায় বোরখার নিচে বিশেষ কায়দায় ১০ বোতল ফেনসিডিলসহ এক নারীকে আটক করেছে পুলিশ। তার নাম ফাতেমা খাতুন। সে যশোর রেল রোড এলাকার জিয়াউর রহমানের স্ত্রী।
পুলিশ সূত্রে জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দুপুরে চৌগাছা থানার এএসআই দেলোয়ার হোসেন ও দেবাশীষ উপজেলার জাতাব মুন্সি নামক স্থান থেকে ফাতেমাকে আটক করেন। এসময় তার দেহ তল্লাশি করে ১০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
ফাতেমা অভিনব কায়দায় বোরখার নিচে দড়ি দিয়ে শরীরে বেঁধে ফেনসিডিলগুলো যশোরে নিয়ে আসছিলেন। এ ঘটনায় চৌগাছা থানায় মাদকদ্রব্য আইনে মামলা করা হয়েছে।
চৌগাছা থানার ওসি এম মশিউর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।