
ডেস্ক | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০ | প্রিন্ট
ইরানের নববর্ষ উপলক্ষে এক রাজনৈতিক বন্দিসহ ১০ হাজার কারাবন্দীকে ছেড়ে দেবে ইরান। শুক্রবার এই বন্দিদের ছেড়ে দেয়া হবে। ইরানের রাষ্ট্রীয় সংবাদমাধ্যমে এমনটি বলা হয়েছে। ইরান সরকারের পক্ষ থেকে বলা হয়েছে, সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ খোমেনির ক্ষমার আওতায় মুক্তি পাবেন এই ১০ হাজার বন্দি। আর এদেরকে স্থায়ীভাবে ছেড়ে দেয়া হবে।
এর আগে গত মঙ্গলবার করোনা ভাইরাস আতঙ্কে প্রায় ৮৫ হাজার বন্দিকে অস্থায়ীভাবে মুক্তি দেয় ইরান। এই বিষয়ে ইরানের বিচার বিভাগের মুখপাত্র ঘোলাম হোসেন ইসমাইলি বলেন, যাদেরকে অস্থায়ীভাবে মুক্তি দেয়া হয়েছে তাদের মধ্যে যারা ক্ষমার আওতায় পড়বে তাদেরকে আর জেলে ফিরতে হবে না। সবচেয়ে উল্লেখযোগ্য দিকটি হলো এই ক্ষমার আওতায় নিরাপত্তা সংক্রান্ত বিষয়ে আটক বন্দিদেরও রাখা হয়েছে। তবে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক যুক্তরাজ্যের নাগরিক মিজ জাঘারি-র্যাটক্লিফকে এই ক্ষমার আওতায় থাকবেন কিনা সেটি এখনো নিশ্চিত হওয়া যায়নি।
গুপ্তচরবৃত্তির অভিযোগে ২০১৬ সালে মিজ জাঘারি-র্যাটক্লিফকে পাঁচ বছরের কারাদণ্ড দেয় ইরানের আদালত। ইরান সরকারের দাবি তাদের কারাগারে ১লাখ৮৯ হাজার৫শ বন্দি রয়েছেন।
Posted ৪:৫০ অপরাহ্ণ | বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar