
| রবিবার, ০৭ জুন ২০২০ | প্রিন্ট
১১৮১ জনের মুক্তিযোদ্ধা গেজেট বাতিল করে প্রজ্ঞাপন জারি করেছে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন-২০০২ এর ৭ (ঝ) ধারা অনুযায়ী ২০১৯ এর ১০ ডিসেম্বর তারিখে অনুষ্ঠিত জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল এর ৬৬তম সভার সিদ্ধান্ত মোতাবেক আজ রবিবার এ প্রজ্ঞাপন জারি করা হয়।
খোঁজ নিয়ে জানা গেছে, যাদের গেজেট বাতিল করা হয়েছে তাদের মধ্যে বিজিবির ১১৩৪ জন এবং বিমানবাহিনীর ৪৭ জন সদস্য রয়েছেন। এরা মুক্তিযুদ্ধের পর ওই সব বাহিনীতে যোগদান করেন। নিয়ম অনুসারে তারা বাহিনীর সদস্য হিসেবে মুক্তিযোদ্ধার স্বীকৃতি পাবেন না। তাই তাদের স্বীকৃতি বাতিল করা হয়েছে। এরা নতুন আবেদন করার মাধ্যমে সাধারণ মুক্তিযোদ্ধা হিসেবে অর্ন্তভুক্ত হতে পারবেন।
গেজেট বাতিলকৃত প্রজ্ঞাপন মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের ওয়েবসাইটে (www.molwa.gov.bd) পাওয়া যাবে বলে মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
Posted ৮:৩১ অপরাহ্ণ | রবিবার, ০৭ জুন ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar