| ২০ জানুয়ারি ২০২১ | ৩:০০ অপরাহ্ণ
দীর্ঘদিন পর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষের ম্যাচ দিয়ে ক্রিকেটে ফিরলো বাংলাদেশ। দেশের মাটিতেও লম্বা বিরতির পর এটাই প্রথম আন্তর্জাতিক ম্যাচ। আর প্রথম ম্যাচেই টসে জিতে প্রথমে বোলিং করে ১২২ রােন অল আউট হয় ওয়েস্ট ইন্ডিজ।
এদিকে এ ম্যাচ দিয়েই নিষেধাজ্ঞার পর আন্তর্জাতিক ক্রিকেটে ফিরলেন দেশসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। ফিরেই চড়াও হলেন ক্যারিবীয়দের ওপর। সাকিব আল হাসান নেন ৪ টি উইকেট।
বুধবার মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সিরিজের প্রথম ম্যাচে টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন টাইগার অধিনায়ক তামিম ইকবাল।
শুরুতেই ক্যারিবীয়দের ওপেনিং জুটি ভাঙেন দ্য ফিজ। সহ-অধিনায়ক সুনিল অ্যামব্রিসকে এলবির মাধ্যমে প্রথম শিকার বানান মুস্তাফিজ। আউট হওয়া অ্যামব্রিস ৫ বলে করেছেন ৭ রান।
এদিকে বৃষ্টির কারণে ম্যাচ শুরুর মাত্র ১৮ মিনিট পরই বন্ধ হয়ে যায় মাঠের খেলা। বন্ধ হওয়ার আগে ৩.৩ ওভার ব্যাটিং করেছে ওয়েস্ট ইন্ডিজ। উইকেট হারিয়ে তারা করে ১৫ রান।
বৃষ্টি কমলে মাঠে খেলা গড়ালে মুস্তাফিজের হাতে ফের ধরা দেয় ক্যারিবীয়দের দ্বিতীয় উইকেট। লিটন দাসের হাতে ক্যাচ তুলে দিয়ে ৯ রানে ঘরে ফেরেন জশুয়া ডা সিলভা।
অধিনায়ক জেসন মোহাম্মদ ও আন্দ্রে ম্যাকার্থির ব্যাটে আগাচ্ছিল সফরকারীরা। তবে এবার বাধ সাধলো সাকিব। বোল্ড করে আন্দ্রে ম্যাকার্থিকে (১২) ঘরে ফেরালেন এ অলরাউন্ডার।
ফের সাকিবের আঘাত। মুশফিকের কাছে ক্যাচ বানিয়ে ফেরালেন জেসন মোহাম্মদকে। ১৭ রানে মাঠ ছাড়লেন ক্যারিবীয় অধিনায়ক। আব্রো সাকিব এবার তার শিকার এনক্রুমাহ বোনার(০)।