আজকের অগ্রবাণী ডেস্ক | ০৫ সেপ্টেম্বর ২০১৭ | ১০:১১ অপরাহ্ণ
জ্বরে গা পুড়ে যাচ্ছিল আড়াই মাসের শিশু কন্যাটির। তার মা শবে মেরাজ (৩০) ১২ দিন ধরে অনাহারে, অর্ধাহারে থাকার পর ঠিক মতো হাঁটতে পারছে না। শিশু কন্যাকে খাওয়ানোর জন্য বুকে দুধ আসবে কোত্থেকে? অসহায় শবেমেরাজ কান্নায় ভেঙ্গে পড়েন। নদীর ওপারে নো-ম্যান্সল্যান্ডে অস্থায়ী ঝুপড়ি বসতিতে কোনো রকমে মাথা গুজেছে সে।
জিরো পয়েন্টে ১২ দিন অতিবাহিত করছে শবে মেরাজ। সামান্য পরিমাণ শুকনো চিড়া খেয়েছে আজ। মিয়ানমারের রাইম্যাখালী এলাকার মোহাম্মদ নুরের স্ত্রী সে। মিয়ানমারে সহিংসতায় তাদের বাড়ি ঘর পুড়ে গেছে। ৩ ঘণ্টা পায়ে হেঁটে সবার সাথে চলে আসে জিরো পয়েন্টে। এদিকে বিজিবির কড়া পাহারায় ঢুকতে পারছে না বাংলাদেশে।