অনলাইন ডেস্ক | ২০ জুন ২০১৮ | ৪:০৬ পূর্বাহ্ণ
১২ লাখ টাকার নোট নষ্ট করে দিল ইঁদুর। এই ঘটনা ঘটেছে ভারতের আসামের তিনসুকিয়া জেলায় একটি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এটিএমে।
বেশ কয়েকদিন ধরে গড়বড় চলছিল সেই এটিএমের যন্ত্রটিকে। সেটাকে মেরামত করার জন্য খুলতেই চক্ষুচড়কগাছ কর্মীদের। তারা দেখেন, অজস্র নোট কুটিকুটি করে কেটে রেখেছে ইঁদুরে। সবথেকে বেশি নষ্ট হয়েছে ৫০০ এবং ২০০০ টাকার নোট। মোট অর্থের পরিমাণ ১২ লাখ ৩৮ হাজার টাকা।
শেষ হিসেব পাওয়া পর্যন্ত, যে সংস্থা সেই এটিএমটিতে টাকা ভরার কাজ করে, সেই ‘এফআইএস’ ১৯ মে এটিএমটিতে ২৯ লাখ টাকা ভরেছিল। তারপরের দিন থেকে টাকা বের হওয়া বন্ধ হয়ে যায়। তবে ব্যাংকের তরফে মনে করা হচ্ছে, কোনও আর্থিক দুর্নীতিকে ঢাকা দিতেও এই ঘটনা সাজানো হতে পারে। পুলিশে অভিযোগ জানানো হয়েছে। তদন্ত শুরুও হয়ে গেছে।