অনলাইন ডেস্ক: | ২৩ জুলাই ২০১৭ | ১০:৪১ পূর্বাহ্ণ
নীল আমস্ট্রংয়ের ‘মুন ব্যাগ’ বিক্রি হলো ১.৮মিলিয়ন ডলারে। একসময় বাতিলের খাতায় নাম লিখিয়েছিল এই ব্যাগটি। সেই দুর্মূল্য ‘লুনার স্যাম্পল রিটার্ন’ লেখা ব্যাগটিরই নিলামে দাম উঠল ১৮লক্ষ ডলার। বাংলাদেশি মুদ্রায় যার দাম দাঁড়ায় প্রায় ১৪ কোটি।
সালটা ১৯৬৯। প্রথম চাঁদের মাটিতে পা রেখেছিলেন নীল আমস্ট্রং৷ তাঁর সঙ্গে ছিল এই ব্যাগটি৷ সেই ব্যগটি করেই চাঁদের মাটি থেকে নিয়ে এসেছিলেন একমুঠো মাটি আর কিছু পাথরের টুকরো৷ মূলত পরীক্ষা নিরীক্ষা করার জন্যই নিয়ে আসা হয়েছিল সেটি৷ আজ সেই অ্যাপোলো ১১-এ চেপে চাঁদে যাওয়ার ৪৮বছর পূরণ হল৷ আর সেই দিনটির স্মরণেই এই বিশেষ ব্যাগটি বিক্রি করা হয়েছে বলে জানা গিয়েছে৷ পাঁচ মিনিট ধরে চলে এই নিলাম৷ টেলিফোনে এক ব্যক্তি এই ব্যাগটি কিনেছেন৷ যদিও তাঁর নাম পরিচয় সবটাই গোপন রাখা হয়েছে৷
তবে, এর আগে এই ব্যাগটির মালিক ছিলেন একজন আইনজীবী৷ যিনি ২০১৫সালে ৯৯৫ডলারের বিনিময়ে এই বিশেষ ব্যাগটি কিনেছিলেন৷ অ্যাপোলো ১১ যখন চাঁদের মাটি থেকে পৃথিবীতে পা রাখে৷ সেই সময় এই মিশনের সমস্ত যন্ত্রপাতি রাখা হয় স্মিথসোনিয়ান যাদুঘরে৷ যেটি বিশ্বের সবথেকে বড় যাদুঘর৷ কিন্তু ভুলবশত এই বিশেষ ব্যাগটি জনসন স্পেস সেন্টারেই থেকে যায়৷ পরে এক স্পেসে কর্মরত এক কর্মীর বিষয়টি নজরে আসে৷ কিন্তু ভুলবশত এফবিআই সেটিকে বাজেয়াপ্ত করে৷
যদিও পরে ভুল বুঝতে পারে নাসা৷ ২০১৬সালে পরীক্ষা করে জানা যায়, যে এটি অ্যাপোলো ১১-এর মিশনের চাঁদেরই মাটি৷ নাসা ব্যাগটি পরে ফেরত পেতে চাইলে আদালত রায় দেয় যে, এই ব্যাগটির মালিক ওই আইনজীবীই৷ যদিও ব্যাগটি কেনার এক বছরের মাথাতেই ব্যাগটি বিক্রি করে দিলেন তিনি৷