অনলাইন ডেস্ক | ০৬ জুলাই ২০১৮ | ৯:০৬ অপরাহ্ণ
রাশিয়া বিশ্বকাপে বর্তমানে আলোচিত নাম নেইমার। নিজের পারফরম্যান্সকে ছাপিয়ে ডাইভ দেওয়া নিয়ে বারবার সমালোচিত হচ্ছেন ব্রাজিলের এই তারকা ফরোয়ার্ড। তবে এই বিশ্বকাপে এখনো পর্যন্ত সর্বাধিক বার ফাউল করা হয় নেইমারকে। বিপক্ষ দলের খেলোয়াড়দের অভিযোগ নেইমারকে ফাউল করা হলেই সে মাটিতে পড়ে ‘অভিনয়’ শুরু করে।
নেইমারের এই মাঠে গড়াগড়ি করা নিয়ে সম্প্রতি একটা তথ্য প্রকাশ করে যুক্তরাজ্যের সংবাদমাধ্যম দ্য সান। তাদের দেওয়া তথ্যে জানা যায়, বিশ্বকাপে চার ম্যাচে ৩৬০ মিনিটের মধ্যে ১৪ মিনিটই মাঠে গড়াগড়ি করেন নেইমার। প্রত্যেক ম্যাচে গড়ে প্রায় সাড়ে তিন মিনিট মাঠে গড়াগড়ি করতে থাকেন তিনি। এর জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে তাকে নিয়ে চলতে থাকে প্রচুর সমালোচনা। অনেকেই আবার এটা নিয়ে বিদ্রূপও করতে থাকেন।
সাবেক ফ্রান্স ফুটবলার এরিক ক্যান্টোনা তার একটি নতুন লাগেজকে নেইমারের নাম দিয়ে দেন। তিনি বলেন, ‘এটা আমার নতুন লাগেজ। আমি এটাকে নেইমার ডাকি। কারণ তার রঙ হলুদ আবার তাকে ছুলেই সে নেইমারের মতো গড়াগড়ি করে।’
ইংলিশ ফুটবলার অ্যালেন শেয়ারার বলেন, ‘নেইমার দয়া করে এসব বন্ধ করুন। এইসবে বিরক্ত হয়ে গিয়েছি আমরা।’
আর নেইমারকে করা সমালোচনার বিরুদ্ধে যেয়ে ব্রাজিল কোচ তিতে বলেন, ‘নেইমারের বিষয় আমি এর আগেই অনেক কথা বলেছি। আপনাদের ভিডিওগুলো দেখা দরকার। এসব দেখার পর আমি খুবই খুশি কারণ সে এখনো তার নিজের সেরাটা দিতে পারছে।’