
ডেস্ক | রবিবার, ১২ জানুয়ারি ২০২০ | প্রিন্ট
গতকাল শনিবার রাতে খুলনা টাইগার্সের বিপক্ষে ম্যাচে মেহেদী হাসানের করা একাদশ ওভারে রাইলি রুশোর ক্যাচটা কাভারে ঝাঁপিয়ে তালুবন্দি করতে চেয়েছিলেন মাশরাফি বিন মুর্তজা। কিন্তু ক্যাচটা হাতে জমাতে পারেননি। বরং বড় ক্ষতি হয়ে গেছে মাশরাফির!
তার হাত ফেটে গেছে। ১৪টা সেলাই লেগেছে। এর ফলে সম্ভবত আর বিপিএল খেলতে পারবেন না মাশরাফি। এবারের বিপিএলে ঢাকা প্লাটুনকে নেতৃত্ব দিচ্ছেন তিনি।
এদিকে মাশরাফিকে চোটকে বড় ধাক্কা মনে করছেন দলের টপঅর্ডার ব্যাটসম্যান এনামুল হক। তিনি বললেন, ‘এতগুলো সেলাই পড়েছে, তাঁর খেলাটা কঠিনই হয়ে যাবে। এখনো নিশ্চিত নই। অবশ্যই আমাদের জন্য কঠিন হয়ে গেল। শেষ চারে ওঠা সব দলই খুব ভালো খেলছে। ভীষণ প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে। যদি আমরা সুযোগটা কাজে লাগাতে পারি, আমাদের জন্য সহজ হতে পারে। তবে কাজটা মোটেও সহজ নয়।’
Posted ১:০১ অপরাহ্ণ | রবিবার, ১২ জানুয়ারি ২০২০
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar