
নিজস্ব প্রতিবেদক | বুধবার, ১৩ জুলাই ২০২২ | প্রিন্ট
মানুষ মানুষের জন্য,জীবন জীবনের জন্য স্লোগানকে ধারণ করে বাড্ডায় প্রতিষ্ঠিত হাজী আলমগীর হোসেন ফাউন্ডেশন।
১১ জুলাই পবিত্র ঈদুল আজহার পরের দিন পূর্ব বাড্ডা দাউকান্দিতে হাজী আলমগীর হোসেনের উদ্যোগে ৪টি বড় সাইজের গরু কোরবানি করে প্রায় ১ হাজার ৫শ সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে কোরবানির গোস্ত বিতরণ করা হয়।
এতে উপস্থিত ছিলেন আফতাব নগর হাউজিং সোসাইটির নেতৃবৃন্দসহ স্থানিয় গন্যমান্য ব্যাক্তিবর্গ । হাজী আলমগীর হোসেন বলেন তাদের প্রধান কাজ হলো, মানুষের সেবা করা। সুবিধাঞ্চিতদের পাশে দাড়ালে পরিবর্তন আসবে সমাজব্যবস্থায় এবং পরিবর্তন হবে দেশ ও জাতির,সাথে বিত্তবানদেরও এ কাজে এগিয়ে আসার আহবান জানান। প্রতি বারের ন্যায় এই আয়োজন সামনের দিন গুলোতে সুবিধাবঞ্চিত ও সাধারণ মানুষের মাঝে নিরলসভাবে কাজ করা হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
প্রসঙ্গত, প্রতি বছরই তিনি কোরবানি করে সুবিধাবঞ্চিত সাধারণ মানুষের মাঝে মাংস বিতরণ করেন।
Posted ৬:২৩ অপরাহ্ণ | বুধবার, ১৩ জুলাই ২০২২
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar