অনলাইন ডেস্ক | ২৬ জুন ২০১৮ | ৭:৪৭ পূর্বাহ্ণ
বহুতল একটি ভবনের নীচতলায় দৃষ্টিনন্দন জুতার শোরুম। তার সামনে গাড়ি পার্কিং করে জুতা কিনতে ঢুকেছিলেন বিকাশ মণ্ডল নামের একজন। কিন্তু বিকাশ দ্রুত বের হয়ে দেখেন মুহূর্তের মধ্যে শব্দ করে ধসে গেছে গাড়ির ছাদ। তার উপর পড়ে রয়েছেন এক নারী।
ঘটনাটি ঘটেছে ভারতের পশ্চিম বঙ্গের ফুলবাগান থানা এলাকায়। পুলিশের প্রাথমিক তদন্তের বরাত দিয়ে আনন্দবাজার পত্রিকা জানায়, ওই নারী আত্মহত্যার উদ্দেশ্যেই বহুতল ভবনের ১৬তলার ছাদ থেকে ঝাঁপিয়ে পড়েন। গুরুতর আহত অবস্থায় তাকে বাইপাসের কাছে একটি হাসপাতালে নেওয়া হয়।
ওই প্রতিবেদনে থেকে জানা যায়, বহুতলটি বছর দু-এক আগে তৈরি হলেও সেখানকার কোনো ফ্ল্যাটেই নিয়মিত কেউ থাকেন না। নারীটিও ওই বহুতল ভবনের বাসিন্দা নন। তার শ্বশুরবাড়ি ফুলবাগান এলাকায়। ফুলবাগান থানা সূত্রে জানা যায়, এ দিন বিকেল ৫টার দিকে ‘বাজার করতে যাচ্ছি’ বলে ওই নারী বাড়ি থেকে বের হয়ে যান। তারপরেই এই ঘটনা ঘটে।
জুতার শোরুমের কাজ করেন শাহিদ মির্জ়া খান। তিনি জানান, কাজ করার সময় হুট করে আওয়াজ পেয়ে বাইরে বেরিয়ে দেখেন, সামনে রাখা গাড়ির ছাদের উপরে এক নারীর দেহ পড়ে আছে। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়।
দায়িত্বরত চিকিৎসক জানান, ওই নারীর অবস্থা আশঙ্কাজনক। গাড়ির উপরে না পড়লে বাঁচার কোনো সম্ভাবনা ছিল না। গাড়ির মালিক বিকাশ মণ্ডল জানান, তার বাড়ি আরামবাগে। তিনি গাড়ি চালিয়ে ছেলেকে নিয়ে কলকাতায় এসেছিলেন।