অনলাইন ডেস্ক: | ০১ জুলাই ২০১৭ | ৮:১১ অপরাহ্ণ
বলিউড নায়িকা প্রিয়াঙ্কা চোপড়া, আলিয়া ভাট, শ্রদ্ধা কাপুর কিংবা পরিণীতি চোপড়া; নায়িকার পরিচিতির বাইরে এরা সবাই গায়িকা হিসেবে নিজেকে ক্যামেরার সামনে হাজির করেছেন। তাদের পথ ধরছেন এবার বচ্চন পুত্রবধু ঐশ্বরিয়া।
পরিচালক রাকেশ ওম প্রকাশ মেহেরার ‘ফ্যানি খান’-এ প্রথমবার গান গাইতে শোনা যাবে তাকে। প্রায় ১৭ বছর পর এই ছবিতে জুটি বাঁধবেন ঐশ্বরিয়া ও অনিল কাপূর। দর্শক আবারও অনিলের পাশে দেখবে অভিষেকের স্ত্রীকে।
নতুন খবর হলো, এই ছবিতে গানও গাইবেন ঐশ্বর্যা। ছবির সহ প্রযোজক প্রেরণা আরোরা জানিয়েছেন, এ ছবিতে তাকে দেখে সকলে চমকে যাবেন। জজবা এবং সর্বজিৎ-এ যে সিরিয়াস চরিত্রে তাকে দেখা গেছে তার থেকে একেবারে আলাদা ভাবে দেখা যাবে এই নায়িকাকে।
উল্লেখ্য, ২০০০ সালে মুক্তিপ্রাপ্ত ডাচ ছবি ‘এভরিবডিস ফেমাস’র হিন্দি ভার্সান ‘ফ্যানি খান’। আগামী আগস্ট থেকে শুরু হবে শুটিং।