
ডেস্ক রিপোর্ট | বুধবার, ০৭ জুলাই ২০২১ | প্রিন্ট
গত মাসের ১ জুন থেকে এখন পর্যন্ত দেশে পরিচালিত ৮১০টি নির্মাণ সাইটের মধ্যে ১৮৮টি বন্ধ হয়েছে মালয়েশিয়ায়। চলমান লকডাউনের স্ট্যান্ডার্ড অপারেটিং পদ্ধতি (এসওপি) লঙ্ঘনের দায়ে এই নির্দেশ দিয়েছে দেশটির শিল্প মন্ত্রণালয়।
সারাওয়াকে ৫৬টি, সেলাঙ্গরে ৪২, মেলাকায় ১৫, সাবাহ ১১, পেনাং ১১, কুয়ালালামপুরে ১১, জোহরে ৯, নেগেরি সেমবিলানে ৮, তেরেঙ্গানু ৬, পাহাং ৬, পেরাকে ৫, কেদাহ ৩, পারলিসে ৩টি এবং কেলান্তানে দুটি নির্মাণ সাইট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।
Posted ৪:১৮ অপরাহ্ণ | বুধবার, ০৭ জুলাই ২০২১
ajkerograbani.com | shalauddin Razzak
.
.
Archive Calendar